মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের নির্বাহী অ্যালেন উইসেলবার্গকে নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগারে সাজা ভোগের জন্য পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের আবাসন কোম্পানির ১৫ বছরের কর ফাঁকির পথে তিনিও সহায়তা করেছেন অভিযোগে দোষীসাব্যস্ত উইসেলবার্গের সাজা মঙ্গলবার ঘোষণা করা হতে পারে। তার পাঁচ মাসের কারাদণ্ড হতে পারে। উইসেলবার্গ ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’র সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা। গত বছর অগাস্ট মাসে ম্যানহাটানে নিউ ইয়র্ক স্টেট আদালত তাকে দোষীসাব্যস্ত করে। আদালতে উইসেলবার্গ স্বীকার করেছেন, ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি এবং কোম্পানির অন্যান্য নির্বাহীরা কর ফাঁকি দিতে বৈধ নথিপত্রের বাইরে গিয়ে কোম্পানি থেকে বোনাস ও অন্যান্য সুবিধাদি গ্রহণ করেছেন। যা কোম্পানি এবং তাদের অর্থ সাশ্রয় করেছে। উইসেলবার্গের বয়স এখন ৭৫ বছর। তার জন্য রাইকার্স আইল্যান্ড কারাগারে দিন কাটানো কঠিন হয়ে পড়বে। কারাগারটি নৃশংসতা, মাদক ও দুর্নীতির কারণে কুখ্যাত। গত বছর সেখানে সংঘাতে জড়িয়ে ১৯ কারাবন্দি মারা গেছেন। পাঁচ মাসের কারাদণ্ড ছাড়াও উইসেলবার্গকে তথ্য গোপন করা আয়ের ১৭ লাখ ডলারের বেশি অর্থ ফেরত দিতে হবে। কর ফাঁকির মামলায় নিউইয়র্কের একটি আদালত গত ডিসেম্বরে ট্রাম্প অর্গানাইজেশনকেও দোষী সাব্যস্ত করেছে। আদালতে আনা সব অভিযোগেই ট্রাম্প অর্গানাইজেশন দোষী সাব্যস্ত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানটির সঙ্গে ট্রাম্প ওতপ্রোতভাবে জড়িত। তবে ট্রাম্প কিংবা তার পরিবারের কেউ ব্যক্তিগতভাবে এ মামলায় বিচারের মুখোমুখি হননি। কোম্পানিটিকে প্রায় ২০ লাখ মার্কিন ডলার সমপরিমান অর্থ জরিমানা হিসেবে দিতে হবে। ভবিষ্যতে ঋণপ্রাপ্তি ও অর্থ সংগ্রহের ক্ষেত্রেও ব্যবসা প্রতিষ্ঠানটিকে সমস্যার মুখে পড়তে হতে পারে। কর ফাঁকি দিতে কোম্পানিটি এক দশকের বেশি সময় ধরে তার শীর্ষ কর্মকর্তাদের দাপ্তরিক নথির বাইরে বিভিন্ন সুবিধা দিয়েছে বলে আদালতে প্রমাণ হয়েছে। সরকারি কৌঁসুলিরা বলেছেন, করবহির্ভূত এসব সুবিধার মধ্যে ছিল বোনাস, বিলাসবহুল গাড়ি ও বেসরকারি স্কুল ফি। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।