Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিমানের দরজা খুলে উড়ে গেল মালপত্র

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আপনি বিমানে করে দূরে কোথাও পাড়ি দিচ্ছেন। বিমান মাঝ আকাশে, মাটি থেকে ১০ হাজার ফুট উঁচুতে। হঠাৎ দেখলেন বিমানের পিছনের দরজা খুলে গেছে। আর হু হু করে প্রবেশ করছে বাতাস। বাতাসের জোর এতটাই বেশি মালপত্রগুলো উড়তে শুরু করলো। এমন ঘটনা ঘটলে আপনি কী করবেন? সম্প্রতি এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলেন রাশিয়ার এনএন-২৬-১০০ বিমানযাত্রীরা। আর এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ইরএয়ারো সংস্থার ওই বিমানে ২৫ জন যাত্রী ছিলেন। সাইবেরিয়ার শহর মাগান থেকে মাদাগান যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে। সেই ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বিমানেরই একজন যাত্রী। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল। এনডিটিভি ও নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক এলাকার মগন থেকে বিমানটি যাত্রা শুরু করেছিলো। যাওয়ার কথা ছিলো রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মাগাদানে। যাত্রা শুরুর কিছু সময়ের মধ্য বিমানটি কয়েক হাজার ফুট ওপরে উঠে যায়। সাইবেরিয়া অঞ্চলে হওয়ায় ওই বিমানের বাইরের তাপমাত্রা ছিলো মাইনাস ৪১ ডিগ্রি সেলসিয়াস। ওড়ার কিছু সময় পরেই হঠাৎ পেছনের দরজা খুলে যায়। এনডিটিভি, নিউইয়র্ক পোস্ট, কলকাতা নিউজ।



 

Show all comments
  • moniruzzaman ১২ জানুয়ারি, ২০২৩, ৬:৩২ এএম says : 0
    mone hoi BNP JAMAT ei kajta korse.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ