Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেনদেন কমে যাওয়ায় নেই ব্যাংক ডাকাতিও

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইউরোপের দেশ ডেনমার্কের গতবছর কোনও ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেনি। মঙ্গলবার এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির ব্যাংকিং খাতে যুক্ত কর্মীরা। কর্মীদের একটি সংস্থার মুখপাত্র স্টিন লান্ড অলসেন বলেন, এটি একটি চমৎকার বিষয়। কেননা, যখনই এ রকম ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে, তখন কর্মীদের ওপর তার বেশ মারাত্নক খারাপ প্রভাব পড়ে। দৃশ্যত বিষয়টি চমকপ্রদ মনে হলেও আসলে এর নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ। নগদ লেনদেনের পরিবর্তে ইউরোপের এই দেশটিতে এখন কার্ড ও স্মার্ট ফোনের মাধ্যমে অনলাইন লেনদেনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন নাগরিকরা। ড্যানিশ ব্যাংকিং খাতের একটি সংস্থা ‘ফিনান্স ডেনমার্ক।’ সংস্থাটির তথ্যমতে, ইউরোপীয় এই দেশটিতে নগদ অর্থের লেনদেন চলে ব্যাংকের মাত্র ২০টি শাখায়। অথচ ১৯৯১ সালেও এই সংখ্যা ছিল ২১৯। আর ২০২১ সালে নগদ লেনদেন হতো এমন শাখা ছিল ৫৬টি। গত ছয় বছর ধরে প্রতিবছরই দেশটিতে নগদ লেনদেনের পরিমাণ কমেছে প্রায় তিন চতুর্থাংশ। ফিন্যান্স ডেনমার্কের তথ্যমতে, দেশটিতে যেখানে ২০০০ সালে ব্যাংক ডাকাতির সংখ্যা ছিলো ২২১, ২০২১ সালে এই ঘটনা ঘটে মাত্র একবার এবং ২০২২ সালে এই সংখ্যা শূন্যে নেমে আসে। দেশটির শিল্প সমিতির মতে, প্রাথমিক ভাবে ব্যাংক ডাকাতদের উদ্দেশ্য ব্যাংক ডাকাতি থেকে সরে অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) দিকে যাওয়ায় ২০১৬ সালে এটিএম বুথ গুলোতে ১৮ বার ডাকাত হামলার ঘটনা ঘটে। তবে আরও কড়া নজরদারি এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই সংখ্যাও এখন শূন্যের কোঠায়। ফিন্যান্স ডেনমার্ক জানায়, ব্যাংক ডাকাতির বদলে অপরাধীরা এখন ঝুঁকছে অনলাইন প্রতারণার দিকে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ