মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় এডো রাজ্যের একটি রেলস্টেশন থেকে ৩২ জনকে অপহরণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অপহৃতদের মধ্যে স্টেশনের কর্মচারী ও ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরাও রয়েছেন। স্থানীয়দের সহায়তায় নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের সন্ধান ও অপহরণকারীদের উদ্ধারে অভিযান শুরু করেছে। নাইজেরিয়ায় হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ অপহরণের ঘটনাটি ঘটেছে প্রেসিডেন্ট নির্বাচনের আগের মাসে। এ বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই নির্বাচনী প্রচারণায় প্রধান বিষয় নিরাপত্তা। কয়েকটি খবরে জানানো হয়েছে, গত শনিবার (৭ জানুয়ারি) বিকেলে বেশ কয়েকজন বন্দুকধারী একে-৪৭ রাইফেল নিয়ে রেলস্টেশনে প্রবেশ করে এবং ফাঁকা গুলি চালায়। এরপর তারা যাত্রী ও কর্মীদের ধরে পাশের জঙ্গলে নিয়ে যায়। যারা পালাতে সক্ষম হয়েছিল তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একজন নারী তার শিশুকে নিয়ে নিকটবর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হন যেখানে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় এক বাসিন্দা ভ্যানগার্ড পত্রিকাকে জানিয়েছেন, অপহরণকারীরা আরও দুইটি শিশুকে ছেড়ে দিয়েছে। মুক্তিপণের জন্য অপহরণ এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বন্দুকধারীদের সম্প্রদায়ের ওপর হামলা সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় বেড়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।