Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কিডনি রোগের ওষুধে ব্যবসা বাড়াচ্ছে অ্যাস্ট্রাজেনেকা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনকোর ফার্মা অধিগ্রহণ করছে অ্যাস্ট্রাজেনেকা। কিডনি ও হৃদরোগসংক্রান্ত ওষুধের বাজারে আধিপত্য বিস্তার করার লক্ষ্য নিয়ে সোমবার ১৮০ কোটি ডলারের একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় কোম্পানিটি শিগগিরই সিনকোর ফার্মার অবশিষ্ট সব শেয়ার কিনতে শেয়ারপ্রতি নগদ ২৬ ডলার ব্যয় করবে। চলতি বছরের প্রথম প্রান্তিকেই (জানুয়ারি-মার্চ) চুক্তিটি সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। সিনকোর ফার্মা দীর্ঘ সময় ধরে কিডনি রোগ প্রতিরোধ ও অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের জন্য চিকিৎসা বিকাশের কাজ করছে। প্রতিষ্ঠানটির মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে ব্যাক্সড্রোস্ট্যাট। এটি বর্তমানে উচ্চ রক্তচাপ ও কিডনি রোগীর চিকিৎসার জন্য ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। প্রাথমিক পরীক্ষায় কর্টিসলের মাত্রা প্রভাবিত না করেই অ্যালডোস্টেরনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমানোর ক্ষমতা লক্ষ্য করা গেছে ব্যাক্সড্রোস্ট্যাটের মধ্যে। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, ব্যাক্সড্রোস্ট্যাট যোগ হলে হূদরোগ সম্পর্কিত ওষুধের পাইপলাইন জোরালো হবে। অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালসের গবেষণা ও উন্নয়ন বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মেনে প্যানগ্যালোস বলেন, সিনকোর অধিগ্রহণ আমাদের হৃদরোগ নিরাময়সংক্রান্ত প্রতিশ্রুতিকে সমর্থন করে ও ব্যাক্সড্রোস্ট্যাট ওষুধ বাজারে আমাদের সক্ষমতা আরো শক্তিশালী করবে। শরীরে অ্যালডোস্টেরনের অতিরিক্ত মাত্রা উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী কিডনি রোগ এবং করোনারি ধমনী রোগসহ বেশ কয়েকটি হৃদরোগের সঙ্গে সম্পৃক্ত। অ্যালডোস্টেরনের মাত্রা কার্যকরভাবে কমানো এ ধরনের রোগাক্রান্ত রোগীর জন্য বিকল্প চিকিৎসা। সিনকোরের প্রধান নির্বাহী মার্ক ডি গ্যারিডেল বলেন, সিনকোর ফার্মা কেনার ব্যাপারে অ্যাস্ট্রাজেনেকার প্রস্তাব গ্রহণে আমরা উৎসাহী। কেননা আমরা বিশ্বাস করি, চুক্তিটি এ ধরনের ওষুধের উন্নয়নকে গতিশীল করবে। পাশাপাশি অনুমোদিত হলে হূদরোগ আক্রান্ত রোগীদের ব্যাক্সড্রোস্ট্যাট থেকে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাস্ট্রাজেনেকার প্রায় এক-তৃতীয়াংশ আয় আসে ক্যান্সার চিকিৎসার ওষুধ থেকে। বর্তমানে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসের ওষুধগুলো প্রতিষ্ঠানটির দ্বিতীয় সর্বোচ্চ লাভজনক ব্যবসা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ