Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ ওয়াজিরিস্তানে ব্যাপক বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে অরাজকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দ্য ডনের খবরে বলা হয়, মঙ্গলবার চতুর্থ দিনের মতো চলা লাগাতার এ আন্দোলনে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বিক্ষোভ চলাকালীন জেলার ওয়ানা রাযমাক রোড সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দিতে থাকেন। এ আন্দোলনে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই), পাকিস্তানস পিপল পার্টি ( পিপিপি), আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম), জমিয়তে উলামায়ে ইসলাম, জামায়াতে ইসলামী, পশতুন তাহফুজ মুভমেন্ট (পিটিএম), পাখতুনখাওয়া মিলি আওয়ামী পার্টিসহ (পিএমএপি) সুশীল সমাজ, আইনজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন। আন্দোলনকারীরা খাইবার পাখতুনখাওয়া এবং এর উপজাতীয় জেলাগুলোতে শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে কঠোর ভূমিকা পালনের দাবি জানান। এছাড়া ওয়াজিরিস্তানে আইনের শাসন ফিরিয়ে আনারও আহবান জানান তারা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর ওয়ানার সহকারী কমিশনার ইয়াসির সালমান কুন্দি সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক এবং জেলা প্রশাসক ১০টি এজেন্ডার অধীনে তাদের দাবি পূরণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, শান্তি-শৃংখলা বিনষ্টকারীদেন কোনো ছাড় দেওয়া হবে না। প্রসঙ্গত, পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে ঘিরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে ব্যাপক অরাজকতা চলছে। ডন নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ