Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোলেডার থেকে ইউক্রেনীয় সেনাদের নির্মূল করা হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৬:৫১ পিএম

রুশ বাহিনী ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের সোলেডার শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, তারা শহরটি থেকে ইউক্রেনীয় সেনাদের নির্মূলে অভিযান চালাচ্ছে, আকমত স্পেশাল ফোর্স ইউনিটের কমান্ডার এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) পিপলস মিলিশিয়ার দ্বিতীয় আর্মি কোরের ডেপুটি কমান্ডার আপটি আলাউদিনভ রসিয়া-১ টিভিকে বলেছেন।

‘সোলেডার বর্তমানে মোপিং-আপের পর্যায়ে রয়েছে, এটিকে সাধারণভাবে সম্পূর্ণ দখলে নেয়া হয়েছে বলে বিবেচনা করা যেতে পারে, কারণ ভিতরে থাকা ইউক্রেনীয় সেনাদের সংখ্যা আর কিছুই পরিবর্তন করবে না। আমরা এই দিনের শেষ নাগাদ বা আগামীকাল সকালে বলতে সক্ষম হব যে, সোলেদার আমাদের বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে,’ আলাউদিনভ বলেছেন।

তার মতে, আর্টেমোভস্কের (ইউক্রেনীয়দের কাছে বাখমুত নামে পরিচিত) পরিস্থিতিও অনুকূলভাবে উন্মোচিত হচ্ছে। সেখানে, প্যারাট্রুপার ইউনিটের সাথে ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির যোদ্ধারা সাফল্য অর্জন করছে।

‘সেখানে সমস্ত লজিস্টিক রুটও এই মুহূর্তে ওয়াগনার মিলিটারি কোম্পানির প্রতিনিধিদের সরাসরি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। আর্টেমভস্ককেও ঘেরাও করা হচ্ছে,’ তিনি উল্লেখ করেছেন, এই শহরগুলো দখলের মাধ্যমে আরও অগ্রগতি অর্জন করার পথ খুলে যাবে। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ