Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫৪টা ঘোড়ার ডিম পারবে ৫৪টি বিরোধী রাজনৈতিক দল : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ২:৩৩ পিএম

দেশের ৫৪টি দল আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, '৫৪টি দল আজকে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অবস্থান কী হবে? ঘোড়ার ডিম পারবে। ৫৪টা ঘোড়ার ডিম পারবে ৫৪টি বিরোধী রাজনৈতিক দল।'

সেতুমন্ত্রী বলেন, 'খেলা হবে, দুনীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, খেলা হবে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করে দায়মুক্তি দিয়েছে তাদের বিরুদ্ধে খেলা হবে।'

আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাড. কামরুল ইসলাম, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুসু সবুর, উপ-প্রচার বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কার্যনিবাহী সদস্য সানজিদা খানম উপস্থিত ছিলেন।

এছাড়া কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেসবাহুল হক সাচ্চু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকীও বক্তব্য দেন। আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • MD Akkas ১১ জানুয়ারি, ২০২৩, ৪:৩৬ পিএম says : 0
    কাদের সাহেব কি পাগল নাকি?এটা রাজনৈতিক ভাষা নয় ! আপনারা কি গুন্ডামি করছেন!
    Total Reply(0) Reply
  • Md Rejaul Karim ১১ জানুয়ারি, ২০২৩, ৮:৪০ পিএম says : 0
    মাননীয় সড়কমন্ত্রীসাহেব সরকারী দলের মহাসচিব উনার বক্তব্যগুলি গঠন মুলক ও সুদূরপ্রসারী হওয়া উচিত ছিল!!! উনি হয় তো জানেন না ক্ষমতা কারো জন্যই স্হায়ী নয়!!! দিনের পর যেমন সন্ধ্যা হয় ঠিক তেমনি ক্ষমতা পরিবর্তন অস্বাভাবিক নয়!!!! জুলুমকারী নির্যাতনকারী চিরকাল ক্ষমতায় থাকে না বাংলাদেশ হয় তো ব্যতিক্রম হবে না!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ