নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্বিতীয় দিনও নিজেদের করে নিল বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিন সাতটি স্বর্ণপদক জিতে নিয়েছেন সেনাবাহিনীর অ্যাথলেটরা। এদিন পুরুষদের জ্যাভলিন থ্রোতে রাসেদুজ্জামান ৬৩.২৭ মিটারে, পোলভল্টে শরিফুল ইসলাম ১৩.৭৪ মিটারে, ম্যরাথনে ফিরোজ খান দু’ঘণ্টা ৩৩ মিনিট ৫৫ সেকেন্ডে, ৪০০ মিটার হাটায় সোহেল রানা ৫৪.৪৯ সেকেন্ডে, মহিলাদের ৮০০ মিটার দৌড়ে দু’মিনিট ২৬.৮০ সেকেন্ডে সুমি আক্তার এবং পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে শরীফুল ইসলাম ২১.৫১ সেকেন্ডে স্বর্ণপদক জেতেন। এছাড়া মহিলাদের লংজাম্পে নৌবাহিনীর আইরিন আক্তার ৫.৩৪ মিটার দূরত্বে, শটপুটে বিমান বাহিনীর ইমতিয়াজ হোসেন ১৩.৭৪ মিটার দূরত্বে, পুরুষদের পাঁচ হাজার মিটার দৌড়ে ১৬ মিনিট ০৫.১০ সেকেন্ডে বর্ডার গার্ড বাংলাদেশের শাকিল মিয়া, মহিলাদের ২০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর সোহাগী আক্তার ২৪.৬৬ সেকেন্ডে, মহিলাদের হাইজাম্পে নৌবাহিনীর রতœা আক্তার ১.৬৫ মিটার দূরত্বে, ১০০ মিটার স্প্রিন্টে ১২.০১ সেকেন্ডে নৌবাহিনীর শিরিন আক্তার এবং পুরুষদের ৪০০ মিটার স্প্রিন্টে ৪৮.৬২ সেকেন্ডে বিকেএসপির শেখ আশরাফুজ্জামান স্বর্ণপদক জেতেন। আজ প্রতিযোগিতার শেষ দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।