Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বড় শাস্তি পেলেন সাকিব সোহান ও বিজয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১১:৫৮ এএম

মঙ্গলবার মিরপুরে বিপিএলে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়। দুই দলের তিন ক্রিকেটারকেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

রাতেই বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলের ম্যাচে বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় এই শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে। একই সঙ্গে তাদের একটি করে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। সাকিব ও সোহান সাজা পেয়েছেন এক ঘটনায়, বিজয়ের ভিন্ন ঘটনায়।

রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫৯ রান তাড়ায় ফরচুন বরিশালের মাঠে নামার পরই ঘটে ঘটনা। কোন ব্যাটার স্ট্রাইক নেবেন ও কোন বোলার বল করবেন তা নিয়ে একাধিকবার সিদ্ধান্ত বদল করে দুই দল। এ সময় বাউন্ডারি লাইনের বাইরে থেকে চেঁচিয়ে মাঠের ভেতরে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যান সাকিব।


বিসিবি আরও জানায়, মাঠের দুই আম্পায়ার রবিন্দ্র ওয়েইলমাসারি, গাজী সোহেল, টিভি আম্পায়ার মোরশেদ আলি খান ও চতুর্থ আম্পায়ার মোজাহিদ স্বপন তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে ম্যাচ রেফারি আখতার আহমেদ তাদেরকে এই শাস্তি দেন। অভিযুক্ত ক্রিকেটাররা নিজেদের অপরাধ মেনে নিলে শুনানির প্রয়োজন হয়নি। ইনিংসের চতুর্থ ওভারে আউট হয়ে আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে দাঁড়িয়ে থাকেন বিজয়। তর্কে লিপ্ত হন এই ওপেনার। ফলে শাস্তি পেতে হলো তাকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ