Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফীকে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান বাবা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১১:৪৪ এএম | আপডেট : ১১:৪৭ এএম, ১১ জানুয়ারি, ২০২৩

নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে অসামান্য একটা গুণ আছে ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজার। বাংলাদেশের সফল ওয়ানডে অধিনায়ক তিনি। ভালো নেতৃত্বগুণের কারণেই এটা সম্ভব হয়েছে। এমন একজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করার সুযোগ পেলেও ভালো করতে পারেন- দাবি তার বাবা গোলাম মোর্ত্তজার।

মঙ্গলবার রাতে (১০ জানুয়ারি) ঢাকা ডমিনেটরসের বিপক্ষে সিলেটের ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন গোলাম মোর্ত্তজা। সেখানেই ছেলেকে বিসিবির দায়িত্বে দেখতে চান বলেন জানান। তিনি বলেন, ‘বিসিবিতে কাজ করলে ও অনেক ভালো করতে পারবে। এটা আমি জোরালোভাবে বলি। ও ১৮-১৯ বছর ধরে ক্রিকেট খেলছে। তাই ও এখানে আসলে ভালো করবে। ওর ওপর আমার শতভাগ বিশ্বাস আছে।’

সাংবাদিকরা বিসিবির সভাপতি হিসেবে মাশরাফীর নাম তোলেন। তাতে সম্মতিসূচক জবাবই আসে ম্যাশের বাবার কাছ থেকে। এক বাক্যে ছেলেকে সভাপতির ভূমিকায় দেখতে চেয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই চাই।’

দীর্ঘ ২০ বছর ধরে দেশকে সার্ভিস দিয়েছেন ম্যাশ। কতবার ইনজুরির মুখে পড়েছেন, সেখান থেকে যেন দ্বিগুণ তেজ নিয়ে ফিরতেন তিনি। এই পুরো সময়টায় তার ক্যারিয়ারে কোনো কালো দাগ পড়েনি বলে দাবি গোলাম মোর্ত্তজার। গণমাধ্যমকে তিনি বলেন, ‘ও কিন্তু ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেনি। প্রিমিয়ার লিগ খেলেনি। একেবারে অনূর্ধ্ব-১৭ থেকে জাতীয় দলে। ও যে এতদিন ধরে ক্রিকেট খেলছে, তাতে কোনো স্পট (স্ক্যান্ডাল) নেই। পলিটিক্সেও এসেছে। আপনারা নড়াইল আসেন, দেখেন ওর সম্পর্কে সাধারণ জনগণ কী বলে!’

উল্লেখ্য, ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাশের সিলেট স্টাইকার্স জিতেছে ৬৩ রানের বড় ব্যবধানে। অধিনায়ক নিজে ব্যাট হাতে ৭ ও বল হাতে নিয়েছেন ২ উইকেট ম্যাচসেরা হয়েছেন তৌহিদ হৃদয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ