Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ড ছেড়ে চীনে অস্কার

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চেলসি ছেড়ে সাংহাই এসআইপিজিতে পাড়ি জমানোর বিষয়ে অস্কার ‘৯০ শতাংশ নিশ্চিত’ ছিলেন। শেষ পর্যন্ত চেলসিও জানালো, চীনেই যাচ্ছেন ব্রাজিলের এই মিডফিল্ডারের। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী জানুয়ারির দলবদলের সময় অস্কারের চেলসি ছেড়ে সাংহাইয়ে দলটিতে যোগ দেওয়ার ব্যাপারে দুই পক্ষের সমঝোতা হয়েছে। চীনা দলটিও জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করতে সাংহাই আসবেন অস্কার। গণমাধ্যমের খবর অনুযায়ী, চীনে অস্কার সপ্তাহে ৪ লাখ পাউন্ড বেতন পাবেন। ২০১২ সালে চেলসিতে যোগ দেওয়ার পর ২০৩ ম্যাচে ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার ৩৮টি গোল করেন। আন্তোনিও কোন্তে চেলসির দায়িত্ব নেওয়ার পর গত অক্টোবর থেকে দলে অস্কারের অবস্থান নড়বড়ে হয়ে যায়। সাংহাইয়ে অবশ্য চেলসির সাবেক কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসকে পাচ্ছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ