Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে পাশে পেলে আমরা শক্তি পাই : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৮:৫১ এএম

ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারত আমাদের পাশে আছে এটাই একটা ব্যাপার। ভারতকে পাশে পেলে আরা শক্তি পাই।’

 আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে দলটির নেতাদের মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

 ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ৭১ সালের রাখিবন্ধন কখনো ভুলিনি, ভুলতে পারি না। এটাই আমাদের দুই দেশের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত তো আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। কিন্তু ভারত আমাদের পাশে আছে, এটা একটা ব্যাপার। ভারতকে আমাদের বন্ধু হিসেবে দেখতে চাই। আমাদের ভোট জনগণ দেবে। ভারতকে পাশে পেলে আমরা শক্তি পাই। কারণ, আমাদের এখানে শত্রু বেশি, অনেক ষড়যন্ত্র হয়।’

 তিস্তা পানি চুক্তির বিষয়ে ভারতীয় সাংবাদিকদের অনুরোধ করে কাদের বলেন, ‘ছিটমহল বিনিময় এখানে এতো শান্তিপূর্ণ ছিল। এটা একটা বিরাট অর্জন। এর কৃতিত্ব আমাদের নেত্রী (শেখ হাসিনা) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবশ্যই দিতে হবে। তারপরও আমাদের কিছু কিছু ব্যাপার আছে। যেমন ওয়াটার। এসব বিষয়গুলো আছে। সেটা আলোচনার মধ্যে আছে। আমরা বিশ্বাস করি, ভারতের সঙ্গে বৈরি সস্পর্ক রেখে আমাদের যে পাওনাটা—ভারতের কাছ থেকে আমরা সেটা পাব না। যেসব বিষয়গুলো আছে, সমাধান করতে হলে বন্ধুত্ব রাখতে হবে। আলোচনা করতে হবে। আলোচনার টেবিলে করতে হবে। সেটা আমরা বিশ্বাস করি।’

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পানিচুক্তি নিয়ে দুই দেশের আলোচনাকে আমরা পজেটিভভাবে দেখছি। এখানে রাজ্য সরকারের বিষয় আছে। আপনারা যারা পশ্চিমবঙ্গের সাংবাদিক আছেন, আপনারাও বলবেন বাংলাদেশের দিকে একটু তাকাতে।’

 ওবায়দুল কাদের বলেন, ‘আমাদেরও ভুলত্রুটি আছে। কিন্তু তাঁর পরেও একটা কথা মনে রাখবেন, বিশ্বাস করি, বাংলাদেশের শেখ হাসিনার চেয়ে কোনো বিশ্বস্ত বন্ধু আরেক জন আপনাদের নাই। এটা ভারতকে মনে রাখতে হবে। আমাদের ভারত সরকারে সঙ্গে বন্ধুত্ব। যখন যারা ক্ষমতা আছে তখন তাঁদের সঙ্গেও সম্পর্ক থাকবে। যদি তারা বন্ধুত্ব রাখেন। নরেন্দ্র মোদি রেখেছেন সেজন্য আছে। এই সম্পর্ক বিকশিত। আমাদের মধ্যে অনেক মিল আছে।’

 

রাজনৈতিক অবস্থান তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের প্রতিপক্ষ দল বিএনপি। তাদের সঙ্গে আছে জামায়াত, জঙ্গিবাদী কিছু দল। তাদের সঙ্গে আছে আলট্রা ল্যাফট, আলট্রা রাইট কিছু দল, সব মিলিয়ে ৩৩। তারাসহ ৩৪। এটা একটা জগাখিচুরি ঐক্য। এই ঐক্য গতবার ফল দেয়নি। আমরা দল ভাঙ্গাভাঙ্গিতে নেই। বিএনপি নিজেরা নিজেদের ভাঙ্গাভাঙ্গি করে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।’

এ সময় পদ্মা সেতু ও মেট্রোরেলের আয় তুলে ধরেন ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুতে প্রতিদিন দুই কোটি ১০ থেকে ১২ লাখ টাকার টোল আদায় হচ্ছে। প্রথম ৬ সাসে ৪০৩ কোটি টাকা টোল আদায় করা হয়েছে। মেট্রোরেলে গত ১০ দিনে ৮৮ লাখ টাকা ভাড়া হিসেবে পেয়েছি।’



 

Show all comments
  • আলি ১১ জানুয়ারি, ২০২৩, ৯:৪৯ এএম says : 0
    কয়দিন পরপর সীমান্তে লোক মারছে ভারতের বিএসএফ, তারপরও বন্ধুত্ব। এটা কিল খেয়ে কিছু হয়নি তাই এমন বন্ধুত্ব
    Total Reply(0) Reply
  • 21@l ১১ জানুয়ারি, ২০২৩, ১০:১০ এএম says : 0
    আল্লাহর শক্তিই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে........
    Total Reply(0) Reply
  • Moazzem Hossain ১১ জানুয়ারি, ২০২৩, ১০:৪০ পিএম says : 0
    Mr. Obaidul Kader, you are absolutely right because this is the relationship of husband and wife.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ