Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালের পথে বাংলাদেশ

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার :  বঙ্গবন্ধু সিনিয়র পুরুষ সেন্ট্রাল জোন আন্তজাতিক ভলিবল টুর্নামেন্টে ফাইনালের পথে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচেও তারা সহজ জয় তুলে নিয়েছে। গতকাল শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিকরা ৩-০ সেটে হারায় নেপালকে। এ ম্যাচেও জয়ের কারিগর বাংলাদেশ অধিনায়ক সাঈদ আবু জাবির। কাল নেপালের বিপক্ষে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। সামন তালে লড়েছে সফরকারীরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটে নেপালকে ২২-২৫ পয়েন্টে হারায় লাল-সবুজরা। দ্বিতীয় সেটেও শুরুতে পিছিয়ে থাকলেও দুর্দান্ত লড়াই করে ২৫-২২ পয়েন্টে জিতে নেয় বাংলাদেশ। ২-০ সেটে এগিয়ে থাকা লাল-সবুজদের সামনে তৃতীয় সেটেই ছিল ম্যাচ জয়ের হাতছানি। কিন্তু এক সময় বাংলাদেশ ১৭-১৯ পয়েন্টে পিছিয়ে পড়ে। যখন স্কোর হয় ২১-২১ পয়েন্ট, তখন শঙ্কা জাগেÑ জয় আসবে তো এই সেটে। শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ২৫-২৩ পয়েন্টে সেট জিতে ম্যাচ নিজেদের করে নেয় জাবির বাহিনী। ৩-০ সেটে নেপালকে হারানোর ফলে টানা দু’ম্যাচ জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল স্বাগতিকরা। সামনে বাধা কিরগিজস্তান ও মালদ্বীপ। আজ বিশ্রামে থাকছে স্বাগতিকরা। আগামীকাল বিকেল ৪টায় কিরগিজস্তানের মোকাবেলা করবে তারা। কাল দিনের অন্য ম্যাচে লড়াই করেই জিতেছে কিরগিজস্তান। একই ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে কিরগিজরা ৩-১ সেটে হারায় আফগানিস্তানকে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ নিল কিরগিজস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ