নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জুন-জুলাইয়ের ফিফা উইন্ডোতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঢাকায় আনার চেষ্টা করছে। জানা গেছে এর আগেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংষ্কার কাজ শেষ হবে। ২০১১ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই নাইজেরিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের জন্য স্টেডিয়ামে মেসিরা যে সুবিধা পেয়েছিলেন, পুনরায় বাংলাদেশে আসলে তারা আগের চেয়েও বেশি সুবিধা পাবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল। গতকাল বিকেলে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে এসে তিনি একথা জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলকে মেসিদের ঢাকায় আগমন ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকে বলেন,‘বিগত চারটি বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছে আমার। এর মধ্যে কাতারের স্টেডিয়ামসহ সকল কিছুই ছিল অসাধারণ পর্যায়ের। মেসিরা আমাদের এখানে আগে একবার খেলে গেছে। এটুকু বলতে পারি তারা ঢাকায় এলে আগের বারের চেয়ে এবার সুবিধা বেশিই পাবে।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। এখনও মাঠ প্রস্তুত হয়নি। টেন্ডার হয়নি এখনও কিছু কাজের। এরপরও এপ্রিলের মধ্যে এই স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেওয়ার কথা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘মাঠটি আমরা মার্চের মধ্যেই বাফুফেকে বুঝিয়ে দেব।’ যাতে দ্রুত খেলা আয়োজন করা যায়। গ্যালারির শেডের কাজ বাইরে থেকেও করা যাবে।’
আর্জেন্টিনার বিশাল সমর্থন রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বাংলাদেশে আর্জেন্টিনাকে আনার ব্যাপারে চলছে আলোচনা। বাফুফে ইতোমধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে। তবে সেই চিঠির উত্তর এখনও পায়নি তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।