Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী ৪০ বছরে পৃথিবীর ওজোন স্তর পুনরুদ্ধার হতে পারে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ৯:৪৭ পিএম

পৃথিবীর ক্ষয়প্রাপ্ত ওজোন স্তর আগামী ৪০ বছরের মধ্যে পুনরুদ্ধার হতে পারে। গতকাল (সোমবার) বিশ্ব আবহাওয়া সংস্থার ওজোন স্তরসংশ্লিষ্ট এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওজোন ক্ষয়কারী ৯৯ শতাংশ রাসায়নিক পণ্যদ্রব্য নিষিদ্ধ হবার পর, পৃথিবীর ওজোন স্তর কার্যকরভাবে পুনরুদ্ধার হচ্ছে।

এভাবে চলতে থাকলে, দক্ষিণ মেরু, উত্তর মেরু ও বিশ্বের অন্যান্য এলাকার ওজোন স্তর যথাক্রমে ২০৬৬ সাল, ২০৪৫ সাল ও ২০৪০ সালে ১৯৮০ সালের সমান পর্যায়ে পুনরুদ্ধার হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, জাতিসংঘের উদ্যোগে ওজোন ক্ষয়কারী রাসায়নিক পণ্যদ্রব্যের ব্যবহার বাতিলবিষয়ক চুক্তি কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট পর্যালোচকরা প্রতি চার বছর অন্তর ওজোন স্তরসংশ্লিষ্ট প্রতিবেদন জমা দেয়। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ