Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

৪ বছরের বেতনের সমান বোনাস

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

তাইওয়ানের এভারগ্রিন মেরিন করপোরেশন কোম্পানির আয় বেড়েছে। আয় বাড়ায় কর্মীদের ৪ বছরের বেতনের সমান বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। তবে এই বোনাস কর্মীদের মূল বেতন, গ্রেড ও ব্যক্তিগত পারফর্ম্যান্সের ওপর নির্ভর করে কম বেশি হবে। এভারগ্রিন মেরিন কোম্পানি এ ঘোষণা দেয়। জানা গেছে ২০২২ সালে ২০.৭ মিলিয়ন ডলার পরিমাণ বেড়েছে এভার গ্রিনের মূলধন। যা ২০২০ সালের লাভের তুলনায় তিনগুণ বেশি। করোনার কারণে জ্বালানি পরিবহনের চাহিদা বাড়ায় তাইপে ভিত্তিক কোম্পানির আয় বেড়েছে। সেই আয়ের অংশই কর্মীদের মাঝেই বোনাস হিসেবে দিচ্ছে। হিসেব অনুযায়ী ৫০ মাসের বেতনের সমান অঙ্কই কর্মীদের বোনাস হিসেবে দেওয়া হবে। ফরচুন, এনডিটিভি, ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ