Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তি পরিকল্পনা বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বৈশ্বিক বিষয়াবলীতে আসিয়ানের ভূমিকা অব্যাহতভাবে শক্তিশালী করতে একমত হয়েছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। একই সঙ্গে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে আঞ্চলিক গ্রুপগুলোর রূপরেখা অনুযায়ী শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য। জাকার্তার বাইরে বোগোর এলাকায় রাষ্ট্রীয় প্রাসাদে সোমবার বৈঠক করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠক শেষে উইদোদা বলেন, আমরা একমত হয়েছি যে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং স্থিতিশীল করতে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে আসিয়ানকে। ২০২১ সালের এপ্রিলে আসিয়ানে গৃহীত পাঁচ দফা পরিকল্পনাÑ ফাইভ পয়েন্ট কনসেনশাস (ঐকমত্যের ভিত্তিতে গৃহীত পাঁচ-দফা) বাস্তবায়নের গুরুত্বের বিষয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দৃষ্টিভঙ্গি অভিন্ন বলে জানান তিনি। বলেন, আমরা ঐকমত্যের ভিত্তিতে গৃহীত পাঁচ-দফা বাস্তবায়নে মিয়ানমারের সামরিক জান্তার প্রতি অনুরোধ জানাই। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্ট্রেইট টাইমস। উল্লেখ্য, ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর কমপক্ষে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ওই অভ্যুত্থানের পর পুরো মিয়ানমারে বিশৃংখলা চলছে। গণতন্ত্রপন্থিরা প্রতিবাদ বিক্ষোভ করছেন। স্ট্রেইট টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ