মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০১৬ সাল নাগাদ জাপানের ওকিনাওয়া দ্বীপের চারপাশে ক্ষেপণাস্ত্রসজ্জিত নৌবাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকবে ভারি ক্ষেপণাস্ত্র থেকে হালকা মানের সমরাস্ত্র। এ ইস্যুতে টোকিওর সঙ্গে আলোচনার পরিকল্পনা আছে ওয়াশিংটনের। জাপানের দ্য ইওমুরি পত্রিকাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এরই মধ্যে এ বিষয়ে জাপানকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এ ঘোষণা দেয়ার কথা রয়েছে। এ বিষয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে বলেছেন, ইউএস ফোর্সেস জাপান ইস্যুতে দুই দেশের আলোচনার কথা রয়েছে। ওকিনাওয়ায় মোতায়েন করার কথা যে ইউনিটের তার নাম হবে মেরিন লিটোরাল রেজিমেন্টস। ফোর্স ডিজাইন ২০৩০ বিষয়ক পেপারে কমান্ডান্ট জেনারেল ডেভিড বার্গার এই ইউনিট সৃষ্টির ওপর জোর দিয়েছেন ২০২০ সালে। ওই সময় তিনি রয়টার্সকে বলেছিলেন, জাপানর সেলফ ডিফেন্স ফোর্সেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করুক এই ইউনিট, তিনি তা চান। এর ফলে প্রশান্ত মহাসাগরে চীনের সেনাবাহিনীর সহজ প্রবেশ রোধ হবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।