বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগ র্দীঘ দিন ক্ষমতায় থেকে তাদের নেতা-কর্মীরা যে বিপুল পরিমাণ অবৈধ কালো টাকার পাহাড় তৈরি করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সকল টাকা উদ্ধার করে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হবে। এমনটাই দাবী করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি মঙ্গলবার বিকেল ৫টায় মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন।
খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, ‘আওয়ামীলীগের নেতাদের কোটি কোটি টাকা সুইচ ব্যাংকে জমা পড়ে আছে। এসব অবৈধ টাকা প্রয়োজনে আইন পরিবর্তন করে দেশে ফিরিয়ে আনা হবে। কোন ভাবেই সেই টাকা বিদেশে রাখা হবে না। যারা অবৈধভাবে পাহাড়ের মতো সম্পত্তি গড়ে তুলেছেন, তাদের টাকাও বাজেয়াপ্ত করা হবে। কাউকে ছাড় দিবে না বিএনপি।’
তিনি ১১ তারিখের বিএনপির গণঅবস্থান কর্মসূচি নিয়ে বলেন, ‘বিগত বিভাগীয় গণ সমাবেশে লাখ লাখ নেতা-কর্মীরা যেভাবে হামলা-মামলার ভয় উপেক্ষা করে সফল করেছে। তেমনি এবারের গণ অবস্থান কর্মসূচিও সফল করবে। আওয়ামীলীগ ফিরিয়ে রাখতে পারবে না। তাই তৃণমূলের সকলেই ফরিদপুর বিভাগীয় সমাবেশে যোগ দিবেন।’
বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুধী সমাবেশে প্রধান বক্ত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্য-নির্বাহী সদস্য কাজী হুমায়ন কবির। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এ্যাড. জামিনুর রহমান মিঠু সভা পরিচালনা করেন। এসময় বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।