Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো’

বিপিএলে সিইও পদে দায়িত্ব নেয়ার প্রশ্নে সাকিব

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

বিপিএল শুরুর আগের দিন অব্যবস্থাপনার সমালোচনা করে সাকিব আল হাসান বলেছিলেন দায়িত্ব পেলে দায়িত্ব পেলে নায়ক মিনেমার অনিল কাপুরের মতো রাতারাতি সব অনিয়ম দূর করে দেবেন। পরে এক সংবাদ সম্মেলনে তাকে আগামী বছর থেকে বিপিএলের প্রধান নির্বাহীর (সিইও) পদে দায়িত্ব নেওয়ার আহবান জানান বিপিএল গর্ভনিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল। সত্যিই এমন দায়িত্ব পেলে নিবেন কি-না, এমন প্রশ্নের জবাবে এবার সাকিব মজা করে বললেন, ‘সিইও কেন, হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো!’
নানান অব্যবস্থাপনায় চলতে থাকা বিপিএল নবম আসরে এসে উল্টো রঙ হারিয়ে বিবর্ণ। টুর্নামেন্টের অনেক কিছু নিয়েই হতাশা আছে ক্রিকেটারদের। গেল ৪ জানুয়ারি সেই হতাশা সাকিব ঝাড়েন স্পষ্ট ভাষায়। আয়োজনের ত্রুটি নিয়ে মন্তব্য করে বলেন ‘বিপিএলে যাচ্ছে-তাই অবস্থা’। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি দায়িত্বে থাকলে কি করতেন? সাকিবের জবাব ছিল এমন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে।’ গতকাল রাতে আরেকটি পণ্যের দূত হওয়ার আয়োজনে উপস্থিত হয়ে এই তারকা সিইও হওয়ার প্রশ্নে জবাব দিলেন মজা করে, ‘সিইও কেন, হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো (হাসি)!’
বিপিএলের পেশাদারিত্বের প্রসঙ্গে কড়া সমালোচনা করে সেদিন তুমুল আলোচনার সূত্রপাত করেন তিনি। তার মতে বিপিএল চলছে যা-তা অবস্থার মধ্য দিয়ে। বিসিবির সংগঠকদের দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, বিপিএলের বিপণন ঠিক মতো করা হচ্ছে না, বাড়ানো যাচ্ছে না প্রসার। চুক্তিভুক্ত খেলোয়াড় হয়েও এমন সমালোচনায় শাস্তি পেতে হয়নি সাকিবকে। তবে তার কথা পাল্টা জবাব দিতে সংবাদ সম্মেলনে হাজির হন টুর্নামেন্টের গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল। সাকিবকে সিইওর দায়িত্ব নেওয়ারও আহবান করেন তিনি, ‘আমি প্রথমে সাকিবকে স্বাগত ও ধন্যবাদ জানাই। সে যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে স্বাগতম জানাই। সে যদি চায়, সামনের বছর থেকেই সিইওর দায়িত্বটা পালন করুক।’ সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘বিপিএল থেকে ডিপিএল অনেক ভালো বললেও সাকিব কিন্তু ডিপিএল খুব একটা খেলে না, বিপিএলই নিয়মিত খেলে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ