নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রিশ্চয়ানো রোনালদোর আগমন বেশ ঘটা করেই উদযাপন করেছিল আল নাসর। কিন্তু পর্তুগিজ তারকাকে মাঠের লড়াইয়ে এখনও পায়নি সউদী আরবের ক্লাবটি। বাধা হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েসনের দেওয়া নিষেধাজ্ঞা। ফলে নাসরের জার্সিতে মাঠি নামতে সিআর সেভেনকে অপেক্ষা করতে হবে ২২ জানুয়ারি পর্যন্ত। তার আগে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে রোনালদো খেলবেন বলে জানিয়েছেন নাসর কোচ রুদি গার্সিয়া। আগামী ১৯ জানুয়ারি সউদীর রাজধানী রিয়াদে পিএসজির বিপক্ষে সেই প্রীতি ম্যাচটিতে অংশ নেবে নাসর-আল হিলালের সম্মিলিত একাদশ। গতপরশু ফরাসি গণমাধ্যম লা’কিপকে নাসর কোচ বলেন, ‘এটা (সউদীতে রোনালদোর অভিষেক) আল নাসরের জার্সিতে হবে না। আল হিলাল ও আল নাসরের সংমিশ্রণে এটা হবে।’
গতপরশু রাতে আল তায়েরের বিপক্ষেই নাসরের হয়ে অভিষেকের কথা ছিল রোনালদোর। কিন্তু সামনে চলে আসে গুডিসন পার্কের সেই ঘটনা। গত এপ্রিলে পয়েন্ট টেবিলের তলানীর দল এভারটনের বিপক্ষে হারের পর ডাগআউটে ফেরার সময় তাকে ভিডিও করতে থাকা এক প্রতিবন্ধী কিশোরের হাতে আঘাত করে বসেন রোনালদো। চিকিৎসকও দেখাতে হয় ১৪ বছর বয়সী জ্যাকবকে। এরপর বিষয়টি তদন্ত করে গত নভেম্বরের শেষে দুই ম্যাচের জন্য রোনালদোকে নিষিদ্ধ করে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ইংল্যান্ড ছেড়ে আসলেও বহাল রয়েছে সেই নিষেধাজ্ঞা।
দুই ম্যাচ নিষেধাজ্ঞার এক ম্যাচ ইতোমধ্যে পার করে ফেলেছেন রোনালদো। ১৪ জানুয়ারি (শনিবার) আল শাবাবের বিপক্ষে নাসরের ম্যাচশেষেই কেটে যাবে এই নিষেধাজ্ঞা। ফলে আগামী ২২ জানুয়ারি আল ইত্তিফাকের বিপক্ষে মাঠে নামতে আর কোন বাধা থাকবে না রোনালদোর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।