Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

এএইচএফ কাপ হকি

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) আয়োজিত এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে জায়গা পেল বাংলাদেশ। গতকাল ওমানের রাজধানী মাসকাটের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিকের সুবাদে শক্তিশালী উজবেকিস্তানকে ৬-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে নাম লেখায় লাল-সবুজরা। যদিও কাল ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ দল। চার কোয়ার্টারের ম্যাচে প্রথম কোয়ার্টারে গোল পায়নি কোনো দলই। তবে দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটেই লিড নেয় উজবেকিস্তান। ম্যাচের ১৭ মিনিটে আব্দুস সালম পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকদের এগিয়ে নেন (১-০)। ব্যাস, পুরো ম্যাচে এটাই ছিল উজবেকিস্তানের একমাত্র কৃতিত্ব। এরপরের কাহিনী বাংলাদেশ দলের। দারুণ খেলে দ্বিতীয় কোয়ার্টারেই দুই গোল শোধ দেয় কোচ মামুন-উর রশিদের শিষ্যরা। ম্যাচের ২৫ ও ২৭ মিনিটে আমিরুল পিসি থেকেই করেন জোড়া গোল (২-১)। এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরো দুই গোল করে জয় নিশ্চিত করেন আমিরুলরা। ম্যাচের ৩২ মিনিটে মোহাম্মদ হাসান ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান (৩-১)। এর ছয় মিনিট পর মোহাম্মদ জয় আরেকটি ফিল্ড গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। চতুর্থ কোয়ার্টারে আরো দুই গোল পেয়ে ব্যবধান বড় করেন মোহাম্মদ হাসানরা। ৫১ মিনিটে জয় নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে পঞ্চম গোল করেন (৫-১)। আর ৫৩ মিনিটে পিসি থেকে গোল করে আমিরুল নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন (৬-১)। গ্রুপে পর্বে এর আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪-০ গোলের জয়ে আমিরুল ইসলাম করেছিলেন ডাবল হ্যাটট্রিক। আজ টুর্নামেন্টের কোন খেলা নেই। আগামীকাল প্রথম সেমিফাইনালে ‘এ’ পুলের রানার্সআপ থাইল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে পরের দিনই ফাইনালে শিরোপার জন্য খেলতে হবে লাল-সবুজদের। এ টুর্নামেন্টে বাংলাদেশ সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৪ সালে। এই টুর্নামেন্টের শেষ চারে জায়গা পেয়ে ইতোমধ্যে জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের খেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ