মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুইডেনের নেটোতে যোগদানে আপত্তি তুলে নিতে তুরস্ক দেশটির সামনে যেসব শর্ত রেখেছে সেগুলো অতিরিক্ত বলে বর্ণনা করে দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, তার দেশের পক্ষে আঙ্কারার সব দাবি পূরণ করা সম্ভব নয়। শনিবার সুইডেনে প্রতিরক্ষা পরামর্শকদের সঙ্গে এক সম্মলনে ক্রিস্টারসন এ কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। তিনি বলেন, ‘‘আমরা যেটা করবো বলেছিলাম সেটা আমরা করেছি। কিন্তু তারা এমন আরো কিছু জিনিস চেয়েছে যা আমরা দিতে পারবো না বা দিতে চাই না। আমাদের এবং তুরস্ক উভয় পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।” গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসণ দেখে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া ফিনল্যান্ড ও সুইডেন মে মাসে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (নেটো) অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানায়। তাদের ওই আবেদন নিয়ে আপত্তি তোলে নেটো সদস্য তুরস্ক। নেটোর গঠনতন্ত্র অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রের আপত্তি থাকলে নতুন কোনো দেশ সংগঠনটির সদস্য হতে পারবে না। তাই অন্যান্য সদস্যদের আপত্তি না থাকলেও শুধু তুরস্কের কারণে ফিনল্যান্ড ও সুইডেনের নেটোতে যোগদান আটকে আছে। তুরস্কের আপত্তি প্রত্যাহার করে নিতে রাজি করাতে দেশ দুটি গতবছর আঙ্কারার সঙ্গে ত্রিমুখী চুক্তি সই করেছে। ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে তুরস্কের অভিযোগ, দেশদুটি নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসী ও সন্ত্রাসী সংগঠনকে আশ্রয়-প্রশ্রয় দেয়। বিশেষ করে তুরস্ক সরকারের সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করা কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির সদস্যদের আশ্রয় দেওয়া নিয়ে ঘোর আপত্তি জানিয়ে আঙ্কারা তাদের ফেরত দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে। এদিকে, আঙ্কারার দাবি করা ওই বহিঃসমর্পণ সুইডেনের শীর্ষ আদালতের রায়ে আটকে গেছে। বিশেষ করে একজন সাংবাদিককে হস্তান্তর করার অনুরোধ আটকে দিয়েছে সুইডেনের সুপ্রিম কোর্ট। ওই সাংবাদিকের সঙ্গে তুরস্কের স্বেচ্ছা নির্বাসিত আলেম ফেতুল্লাহ গুলেনের সম্পর্ক রয়েছে বলে দাবি করা হচ্ছে।তুরস্কের অভিযোগ ফেতুল্লাহ গুলেন ও তার অনুসারীরা অভ্যুত্থানের মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এর্দোয়ানকে উৎখাত করার চেষ্টা করেছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।