মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় দুই দশক পর বিমানবালাদের পোশাকে পরিবর্তন আনছে ব্রিটিশ এয়ারওয়েজ। ব্রিটেনের পোশাক পরিকল্পক ওজওয়াল্ড বোটেঙ্গ নতুন চিন্তাধারার মাধ্যমে বিমানবালাদের পোশাক ডিজাইন করেছেন। নারী কর্মীরা স্কার্ট, প্যান্ট এবং ড্রেসের মধ্যে নিজের পছন্দ মতো পোশাক বেছে নিতে পারেন। জাম্পস্যুট এমনকি টিউনিক ও হিজাব পরার সুযোগও রয়েছে তাদের। পুরুষ কর্মীদের জন্য অবশ্য থ্রি-পিস স্যুট ডিজাইন করা হয়েছে। তারা নিজেদের সুবিধা মতো রেগুলার অথবা সিøম ফিট প্যান্ট পরতে পারেন। সব বিমানবালার পোশাকেই এই পরিবর্তন আনা হয়েছে। চলতি বছরেই বিমানবালাদের কাছে নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে। ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোনো পোশাকগুলো দান করে দেওয়া হবে যাতে নতুন করে ওই পোশাক অন্য কেউ ব্যবহার করতে পারে। বিমান সংস্থার প্রদর্শনশালায় ওই পোশাক রাখা হবে বলেও জানা গেছে। তবে পুরোনো পোশাকটি অবশ্য ওজওয়াল্ডের ডিজাইন করা নয়। ওই পোশাকটির ডিজাইনার ছিলেন জুলিয়েন ম্যাকডোনাল্ড। বিমানবালাদের পোশাকে যে এই প্রথম পরিবর্তন এসেছে তা নয়। যাত্রীদের নজর কাড়ার জন্য আগেও অনেক সময় বিমানবালা-সহ অন্যান্য কর্মীদের পোশাকে আমূল পরিবর্তন আনা হয়েছে। ডেইলি স্টার ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।