Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন সপ্তাহ সংজ্ঞাহীন থাই রাজকুমারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

তিন সপ্তাহের বেশি সময় আগে কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়া থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের বড় মেয়ে রাজকুমারী বজ্রকিতিয়াভার সংজ্ঞা এখনও ফেরেনি। শনিবার রাজপ্রাসাদের এক বিবৃতিতে রাজ সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী ৪৪ বছর বয়সী রাজকুমারীর শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে। রোববার গভীর রাতে প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজকুমারী বজ্রকিতিয়াভা মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে সৃষ্ট প্রদাহের ফলে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তখন থেকে সংজ্ঞাহীন অবস্থায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। রাজপ্রাসাদ বলেছে, রাজকুমারীর সার্বিক অবস্থা হল, তিনি এখনও অজ্ঞান অবস্থায় রয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসকরা তার হৃদযন্ত্র, ফুসফুস এবং কিডনির কার্যকারিতাকে সহায়তা করার জন্য ওষুধ এবং সরঞ্জাম ব্যবহার করছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ