Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল বাসকে বাড়িতে রূপান্তর দম্পতির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

একটি স্কুল বাসকে বিলাসবহুল বাড়িতে রূপান্তর করেছেন দম্পতি। এ জন্য তাদের ব্যয় করতে হয়েছে ৮০০ ঘণ্টা। খরচ হয়েছে ৩৫ হাজার পাউন্ড। এরপর সেখানে তারা জন্ম দিয়েছেন এক ছেলে সন্তান। খবর ডেইলি মেইলের। যুক্তরাজ্যের ব্রিস্টলের স্যাম ও রাচেল ডিক্স ৩৭/৮ ফুটের বাসটিকে নিউইয়র্ক থেকে সাউথাম্পটনে নিয়ে আসেন। পরে এটিকে সামারসেট কাউন্টির একটি খমারে নেওয়া হয়। ২০০৫ সালে হাইডপার্ক সেন্ট্রাল স্কুল বাসটি তৈরি করা হয়। আগে বাসটিতে ৭২ শিশু যাতায়াত করতে পারতো। অথচ এটি এখন দম্পতির সন্তানের জন্মস্থান। কারণ ওই দম্পতির জন্ম সনদে উল্লেখ করা হয়েছে আমেরিকান স্কুল বাস। ৩২ বছরের মিসেস ডিক্স বাসটির লেআউট ডিজাইন করেছিলেন। পরে ৩৩ বছর বয়সী ডিক্স এটি তৈরি করেন। রাচেল ডিক্স বলেন, আমেরিকান বাস কেনার বিষয়টি কিছুটা পাগলামি মনে হতে পারে। কিন্তু আমরা জানতাম এটি আমাদের সম্প্রসারিত পরিবারের জন্য একটি অবিশ্বাস্য বাড়ি হতে পারে। ৮০০ ঘণ্টায় গাড়িটিকে বাড়িতে রুপান্ত করা হয়। সিট সরিয়ে বসানো হয় কাঠের মেঝে, একটি রান্নাঘর, একটি বাথরুম। পাশাপাশি থাকার জন্য বানানো হয় একটি বেড রুম। ডিক্স বেশিরভাগ কাজ নিজেই করেছিলেন। কিন্তু একজন পেশাদার ব্যক্তি ইলেকট্রনিক্সের কাজ করেছেন। তাছাড়া তার বাবা-মা ভেতরে রং করতে সাহায্য করেন। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ