Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮৫ রোহিঙ্গা নিয়ে নৌকা ভিড়লো ইন্দোনেশিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

১৮৫ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে ভিড়েছে। এই রোহিঙ্গারা বাংলাদেশের আশ্রয় শিবির থেকে পালিয়েছে বলে রোববার স্থানীয় দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আচেহ বেসার দুর্যোগ সংস্থার প্রধান রিদওয়ান জামিল রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে নৌকাটি আচেহ উপকূলে আসে। এতে থাকা অর্ধেকেরও বেশি নারী ও শিশু। রিদওয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ছবি পোস্ট করেছেন তাতে দেখা গেছে, শরণার্থীরা দল বেঁধে বসে আছে। কাউকে আবার বালির ওপর শুয়ে থাকতে দেখা গেছে। গত কয়েক মাসে শত শত রোহিঙ্গা আচেহ প্রদেশে পৌঁছেছে। এর আগে গত ডিসেম্বরের শেষের দিকে ১৭৪ জন রোহিঙ্গাকে নিয়ে একটি নৌকা উপকূলে ভিড়েছিল। আনতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ