Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিদ্যুতবিহীন সোয়া তিন লাখ বাড়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত ১০ দিনে প্রবল বর্ষণ এবং ঝড়ো বাতাসে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এরপর স্থানীয় সময় রবিবার ক্যালিফোর্নিয়ায় আরো বিপন্ন আবহাওয়ায় কয়েক হাজার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। রয়টার্স জানিয়েছে, প্রবল বর্ষণ এবং বাতাসের কারণে এলাকাটি পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। পাওয়ার আউটেজ ডট ইউএস-এর তথ্যানুসারে, রবিবার স্থানীয় সময় রাত ৩টা ৮ মিনিট পর্যন্ত ক্যালিফোর্নিয়ার তিন লাখ ৩০ হাজারের বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি রেডউড গাছ একটি মোবাইল হোমের উপর পড়লে মোবাইল হোমটি পিষে একজন শিশু নিহত হয়। নববর্ষের সপ্তাহান্ত থেকে এ নাগাদ বিপন্ন আবহাওয়ায় কমপক্ষে ৬ জন মারা গেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ