গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক আনুষ্ঠানিক হজ চুক্তি আজ সোমবার জেদ্দায় সম্পন্ন হয়েছে। হজ চুক্তি অনুযায়ী ১৪৪৪ হিজরী সালের পবিত্র হজে বাংলাদেশ থেকে ১ লক্ষ ২৭ হাজার হাজার ১৯৮ জন হজযাত্রী হজব্রত পালন করার সুযোগে পাবেন। হজ চুক্তিতে এবার হাজীদের বয়স ৬৫ বছরের বাধ্যবাধকতা থাকছে না। সউদী হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল বারিয়াহ এবং বাংলাদেশে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান স্ব স্ব পক্ষে হজ চুক্তিতে স্বাক্ষর করেন। হজ চুক্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হজ প্রতিনিধি দলের সদস্য ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলি এবং ঢাকায় নিযুক্ত সউদীর রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ও মক্কাস্থ কাউন্সেলর হজ জহিরুল হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।