Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার লিগের পর এফএ কাপেও সিটির কাছে ধরাশায়ী চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ২:১৫ এএম
কয়েকদিনের ব্যবধানে দুইবার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল চেলসি। প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগে আর গতকাল এফএ কাপে।দুইবারই পেপ গার্দিওয়ালার দলের কাছে মাঠ ছাড়তে হয়ে ব্লুজদের।
 
প্রিমিয়ার লিগে তাও সম্মানজনকভাবে হারলেও(১-০) গতকাল এফএ কাপের‍ ম্যাচে ম্যানসিটির সামনে পাত্তাই পায়নি চেলসি।ফোডেন, মাহারেজের নৈপুন্যে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে চেলসিকে আসর থেকে বিদায় করে দিয়েছে সিটি।
 
আর্লিং হলান্ড ও  কেভিন ডি ব্রুইনাকে ছাড়াই গতকাল মাঠে নেমেছিল সিটি।তবে দলের সেরা দুই তারকাকে ছাড়াই ঘরের মাঠে এফএ কাপের ম্যাচে চেলসিকে হেসেখেলে হারিয়েছে পেপ গার্দিওয়ালার দল।রিয়াদ মাহরেজ, ফিল ফোডেন ও হুলিয়ান আলভারেজের গোলে ম্যাচের পুরোটা সময় আধিপত্য দেখিয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে সিটি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ