মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জি-২০ সম্মেলন সামনে রেখে সাজ সাজ রব ভারতের উত্তরপ্রদেশের আগ্রায়। ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে ডজনখানেক কর্মসূচির জন্য আগ্রায় পা রাখবেন সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা। তারই প্রস্তুতি হিসেবে তাজমহলের আশপাশের এলাকা থেকে ৫০০ বাঁদর এবং বেওয়ারিশ কুকুর ধরতে উদ্যোগী হয়েছেন আগ্রা নগরনিগমের কর্মীরা। সম্প্রতি তাজমহল এবং দুশেরাঘাটসংলগ্ন এলাকা পরিদর্শন করেন আগ্রা শহরের কমিশনার অমিত গুপ্ত, জেলা প্রশাসক নবনীত সিংহ চহাল এবং পুলিশ কমিশনার প্রীতিন্দর সিংহ। আগামী মাসে ওই এলাকাগুলোতে সম্মেলনের অতিথিরা পা রাখবেন। তারই প্রস্তুতিতে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে পৌরসভায়। পৌর কমিশনার নিখিল টিকারাম ফুন্ডে গত শুক্রবার বলেন, জি-২০ সম্মেলনের আমন্ত্রিতরা আগ্রা শহরে আগামী মাসে আসবেন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।