মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সদ্য বিদায়ী বছর ২০২২-এ নেদারল্যান্ডসের নবজাতক ছেলেদের জনপ্রিয় নামগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘মোহাম্মদ’। আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করে। সংবাদমাধ্যমটি জানায়, নেদারল্যান্ডসে গত বছর নাম রাখার ক্ষেত্রে ধর্মকে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। ডাচ সোশ্যাল ইন্স্যুরেন্স ব্যাংক (এসভিবি) প্রকাশিত তথ্য অনুসারে জানা গেছে, নবজাতক ছেলেদের নাম রাখার তালিকায় শীর্ষে ছিল ‘নুহ’। গোটা দেশে সর্বমোট ৮৭১টি ছেলে নবজাতকের এই নাম রাখা হয়েছে। এরপরই আছে ‘মোহাম্মদ’। এই নামে নামকরণ করা হয়েছে মোট ৬৭১টি ছেলে নবজাতকের। আর মেয়েদের নামের তালিকায় শীর্ষে ছিল ‘এমা’। মোট ৬৭৭টি মেয়ে নবজাতকের এই নাম রাখা হয়েছে। আনাদোলু এজেন্সি, জিও নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।