Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামরিক নেতাদের সঙ্গে বৈঠক

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় ব্যয় কমানোর উপায় খুঁজতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। গত বুধবার ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বিশেষ করে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচির ব্যয় কমানোর বিষয়ে আলোচনা করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম। এর আগে গত সপ্তাহে টুইটারে দেয়া এক পোস্টে এফ-৩৫ কর্মসূচির ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কঠোর সমালোচনা করেন ট্রাম্প। এফ-৩৫ কর্মসূচির প্রধান লে. জেনারেল ক্রিস্টোফার বোগডানসহ তিন ও চার তারকার বেশ কয়েকজন জেনারেল ও অ্যাডমিরাল বুধবারের বৈঠকে অংশ নেন। এ বৈঠকের ব্যাপারে জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেশের ব্যয় হ্রাসের চেষ্টা করা হচ্ছে।’ তিনি বলেন, এক্ষেত্রে প্রাথমিকভাবে এফ-৩৫ কর্মসূচির ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এ কর্মসূচির ব্যয় অনেক অনেক বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে থাকা মোট ২ হাজার ৪৪৩টি এফ-৩৫ বিমানের ব্যয় দাঁড়িয়েছে ৩৭৯ কোটি ডলার। ডোনাল্ড ট্রাম্প মনের করেন, এ কর্মসূচির ব্যয় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ