Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরের জনবিন্যাস বদলে দিচ্ছে ভারত

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, কাশ্মীরে বাইরের লোক ঢুকিয়ে দিয়ে সেখানকার জনবিন্যাস বদলে দিচ্ছে ভারত। তিন বলেন, ভারত জম্মুতে অ-কাশ্মীরিদের ঢুকিয়ে দিচ্ছে। এভাবেই কাশ্মীরের জনবিন্যাস বদলে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত। গত বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নাফিস জাকারিয়া বলেন, কাশ্মীরের পিডিপি-বিজেপি সরকারের আমলে ভারত জাতিসংঘের সনদ লঙ্ঘন করছে। জম্মুতে অ-কাশ্মীরিদের বাসিন্দা-সার্টিফিকেট দেয়া হচ্ছে। এভাবেই কাশ্মীরের জনবিন্যাস বদল করছে ভারত। কাশ্মীর একটি বিতর্কিত এলাকা। এখানে ওই কাজ করতে পারে না ভারত। এ নিয়ে আন্তর্জাতিক মহল ভারতের বিরুদ্ধে সরব হবে। ডন, ডেইলি টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ