Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার প্রাণহানি

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ওই বছর ১ লাখ ৮০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে। চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম। চীনের ট্রাফিক আইনের প্রয়োগ যথেষ্ট দুর্বল। এটা সড়ক নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি। এ ধরনের ঝুঁকিই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়িয়ে চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা এর আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। ২০১৫ সালে দেশটিতে ৫৮ হাজার লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় সংখ্যা ১ লাখ ৭ হাজার জনের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনার সংখ্যা ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে হ্রাস পেয়েছে। ২০১৪ সালের একই সময়ে যেখানে ৫ লাখ ১৮ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেখানে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনার এই সংখ্যা ছিল ১ লাখ ৮৮ হাজার। চীনে প্রাণঘাতী দুর্ঘটনা একটি গুরুতর সমস্যা। সেখানে প্রায়ই ট্রাফিক আইন অমান্য করা হয়। ইয়াহু, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ