মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মৌমাছির জন্য বিশ্বের প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ টিকার মাধ্যমে মৌমাছি ফাউলব্রুডসহ অনেক সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে। প্রাথমিক অবস্থায় টিকাটি শুধু বাণিজ্যিকভাবে চাষ হওয়া মৌমাছিদের দেয়া হবে। খবর জানাচ্ছে, বিশেষভাবে ব্যবহারের জন্য টিকাটি তৈরি করেছে মার্কিন বায়োটেক কোম্পানি ডালান অ্যানিমেল হেলথ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যানেট ক্লেইজার বলেছেন, মৌমাছি রক্ষায় আমাদের টিকা একটি যুগান্তকারী আবিষ্কার। পোকামাকড়ের যত্নে এটা একটা নতুন উদ্ভাবন। এর মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনও ইতিবাচকভাবে প্রভাবিত হবে। ফাউলব্রুড ব্যাকটেরিয়াজাতীয় এক ধরনের সংক্রমণ। এতে সংক্রমিত হলে মৌমাছি মারা যায়। বর্তমানে এ রোগের কোনো চিকিৎসা নেই। তবে নতুন টিকা মৌমাছির লার্ভাকে ফাউলব্রুড থেকে সুরক্ষা দেবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।