Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশ্ব উরস শরীফ উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ৬:০৭ পিএম

শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সুফি ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (রঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ আগামী ১৮ ফেব্রুয়ারী থেকে ২১ ফেবুয়ারী অনুষ্ঠিত হবে।

এই মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে ফরিদপুরে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাকের পার্টির আয়োজনে শনিবার (৭ জানুয়ারী) শহরের আলাউদ্দিন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে মিশন সভায় বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সহসভাপতি মহিউদ্দিন ফকির, আব্দুর রাজ্জাক ব্যাপারী, সরোয়ার হোসেন বাচ্চু,
সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেন, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান, কোতযালী থানা সভাপতি ফকির আব্দুল মান্নান, পৌর সভাপতি সানাউল্লাহ মুন্সী,
মধুখালী উপজেলা জাকের পার্টির সভাপতি আঃ রব মোল্যা,
জেলা মৎস্যজীবি ফ্রন্টের সভাপতি লুৎফর রহমান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান প্রমূখ।

মিশন সভায় জাদু মিয়া বলেন, মহাপবিত্র বিশ্ব উরস শরীফ জাকেরানদের জন্য নেয়ামত। জাকের পার্টির চেয়ারম্যান আমাদের বলেছেন সামনে ঘোর বিপদ। এই বিপদ থেকে বাঁচতে হলে জাকের পার্টির পতাকাতলে সবাইকে থাকতে হবে।

তিনি আরো বলেন, জাকের পার্টি পীর কেবলাজান হুজুরের পার্টি। জনগণের রক্তের উপর দিয়ে জাকের পার্টি ক্ষমতায় যেতে চায় না। জাকের পার্টি প্রেম ভালোবাসা দিয়ে, মানুষের মন জয় করে ক্ষমতায় যেতে চায়। জাকের পার্টির চেয়ারম্যান স্যারের নেতৃত্বে জাকের পার্টি আজ অনেক শক্তিশালী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ