বিশ্বকাপ বিরতির পর মেসি বিশ্বকাপ জয় উদযাপনের জন্য অতিরিক্ত ছুটি চেয়ে নিয়েছিলেন।সেটি শেষে দলে যোগ দিলেও গতকাল এই আর্জেন্টাইন সুপারস্টার পিএসজির একাদশে ছিলেন না। 'ডাইভ কাণ্ডে' লাল কার্ড পাওয়া নেইমারকে গতকাল মাঠে নামাননি পিএসজি কোচ ক্রিস্তেফ গলতিয়ের।অন্যদিকে টানা ম্যাচের দখল সামলাতে দলের আরেক গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপেকেও দেওয়া হয়েছিল বিশ্রাম।
তবে ম্যাজিকাল ত্রয়ীকে ছাড়াই গতকাল জয় পেয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি। ফ্রেঞ্চ লিগের তৃতীয় স্তরের দল শাতরুকে বিপক্ষে ৩-১ এর ব্যবধানে জয় পেয়েছে গলতিয়ের শিষ্যরা। এই জয়ের ফলে ফ্রেঞ্চ কাপের ‘রাউন্ড অব ৩২’–এ উঠেছে পিএসজি। ৭৮ মিনিট পর্যন্ত ১-১ সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে প্রায় নিয়েই যাচ্ছিল শাতরু। ।তবে শেষদিকে কার্লোস সোলের ও হুয়ান রার্নাট সময়ের ব্যবধানে দুই গোল করে পিএসজি জয় নিশ্চিত করেন।
এর আগে ম্যাচের ১৩ মিনিটেই ঘারবির কাছ থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে দেন উগো একিতিক। ৩৭তম মিনিটে সেই গোল শোধ করে ম্যাচে ফেরে শাতোরু। এরপর বাকিটা সময় সমান তালে লড়াই করলেও শেষে এসে হার মানে অপেক্ষাকৃত দুর্বল এই দলটি।