Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিজওয়ানকে নিয়েই আসছেন শাহীন আফ্রিদি

স্পোটস রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চোটের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগে শাহীন শাহ আফ্রিদি মাঠে নামতে পারবেন না, এমন খবর চাউর হয়েছিল আগেই। কপালে ভাঁজ পড়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে দলে ভেড়ানো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে সেসব শঙ্কা কাটিয়ে সমর্থকদের বড় এক সুসংবাদ দিল বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের ঘোষণা অনুযায়ী, পাকিস্তানের এই স্পিডস্টারকে শীঘ্রই কুমিল্লার জার্সিতে দেখা যাবে। যদিও শাহীন কবে বাংলাদেশে আসবেন বা দলের সাথে যোগ দেবেন তা খোলাসা করে বলা হয়নি। তবে সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের সাথে পাকিস্তানের তারকা এই পেসার শীঘ্রই যোগ দেবেন দলের সাথে বলে জানানো হয়েছে এক পোস্টে। গতকাল বিপিএলের উদ্বোধনী দিনে সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ তাদের ছাড়াই খেলে ফেলেছে কুমিল্লা। তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় কুমিল্লার পক্ষ থেকে শাহীনের সাথে টি-টোয়েন্টির আরেক বিখ্যাত পেসার মুস্তাফিজ রহমান এবং শাহীনের জাতীয় দলের সতীর্থ রিজওয়ানের সাথে সময়ের আরেক সেরা ব্যাটার লিটন দাসের জুটি দেখা যাবে, তা ঘটা করেই ভক্তদের জানানো হয়েছে, ‘আপনারা এই কম্বিনেশন খুব করে চাইছিলেন। আমরা এটা আপনাদের জন্য সত্যি করে তুলবো। শাহীন নিশ্চিত করেছেন, তিনি কুমিল্লায় যোগ দেবেন। এর আগে শাহীন ও মুস্তাফিজ, লিটন ও রিজওয়ানের এই দৃষ্টিনন্দন জুটি আগে কোথাও দেখা যায়নি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ