Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবার আগে ‘পেলে স্টেডিয়াম’ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ফিফার আহ্বানে সাড়া দিয়ে সবার আগে পেলের নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে কেপ ভার্দে। আফ্রিকার দেশটির জাতীয় স্টেডিয়াম নাম বদলে রাখা হবে প্রয়াত ফুটবল কিংবদন্তির নামে। শারীরিক নানা জটিলতায় ভোগা পেলে গত ২৯ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। গত সোমবার তার প্রিয় ক্লাব সান্তোসে তার শেষ শ্রদ্ধার অনুষ্ঠানে যোগ দেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে তিনি বলেন, ফিফা ২১১টি দেশকে তাদের একটি স্টেডিয়ামের নামকরণ পেলের নামে করার জন্য অনুরোধ করেছে। তারই ধারাবাহিকতায় কেপ ভার্দের রাজধানী প্রাইয়ার ঠিক বাইরে অবস্থিত এস্তাদিও নাসিওনাল দে কাবো ভার্দের নাম পরিবর্তন করবে। ১৫ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের নতুন নাম হবে ‘পেলে স্টেডিয়াম।’ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী উলিসিস কোহেই ই সিলভা। তার আশা, অনান্য দেশও তাদের অনুসরণ করবে, ‘এমন ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতি হিসেবে এটি করা আমাদের সবাইকে মহান করে তুলবে। এটি এমন একটি উদ্যোগ যা আমি বিশ্বাস করি, বিশ্বের বিভিন্ন দেশও অনুসরণ করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ