Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলনা স্মার্টওয়াচ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

অনেকেই দামি মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি বা অন্যান্য গ্যাজেট কিনতে পারেন না। এসব জিনিসের সাধ মেটাতে তাদের রেপ্লিকাও বাজারে সহজেই পাওয়া যায়, যা দেখতে দামি গ্যাজেটের মতো। কিন্তু এখন জাপানি কোম্পানি এসব গ্যাজেটের একটি প্রতিরূপ তৈরি করেছে যা ব্যবহারযোগ্য নয়, তবে দেখতে আসলটির মতো।
এখানে আমরা একটি খেলনা ঘড়ির কথা বলছি যা জাপানের খেলনা প্রস্তুতকারক তামাকিও তৈরি করেছে। এ স্মার্টওয়াচটিতে হার্ট রেট সেন্সর, স্মার্টফোন সংযোগ এবং এমনকি কল বা ক্যালকুলেটর বিকল্পের অভাব রয়েছে। হ্্যা, আপনি নিশ্চয়ই ভাবছেন, দতাহলে এর মধ্যে কী আছে’? তাহলে আমরা আপনাকে বলি যে, এ ঘড়িটির ডায়াল অংশটি কাঁচের তৈরি, যা ঘড়ির মতো আকারে খোঁদাই করা হয়েছে।
এ ‘ঘড়ি’ কেন সময় বলে না? : কোম্পানি জানিয়েছে যে, হুবহু আসল ঘড়ির মতো দেখতে এ খেলনা স্মার্টওয়াচটির দাম ৪০০ জাপানি ইয়েন, যা প্রায় ৩১১ বাংলাদেশি টাকা। সূত্র : জং নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ