Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২৩ হবে বৈদ্যুতিক গাড়ির বছর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বৈদ্যুতিক গাড়ির বিবর্তণের পথে বড় আকৃতির মডেলগুলোর জন্য স্মরণীয় হয়ে থাকবে ২০২২ সাল। গত বছর বিশাল আকার ও দামের বৈদ্যুতিক ট্রাকের চাকা অবশেষে ঘুরতে শুরু করেছে। তবে এর পরের বছর, অর্থাৎ ২০২৩ সালে মাঠ কাঁপাতে পারে অপেক্ষাকৃত হালকা বৈদ্যুতিক এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) নতুন বছরে ২০টির মতো সম্পূর্ণ নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। ২০২২ সালেও এর সংখ্যা মোটামুটি একই ছিল। তবে মানুষ ও পণ্য পরিবহনের জন্য ভালো এবং কম ব্যয়বহুল হওয়ায় ২০২৩ সালে বৈদ্যুতিক গাড়িগুলোর বেশ কিছু মডেল বাজারে শক্ত অবস্থান করে নিতে পারে। কিছু দিন আগে নিসানের দীর্ঘ প্রতীক্ষিত বৈদ্যুতিক এসইউভি আরিয়া ৪৩ হাজার ১৯০ মার্কিন ডলার প্রারম্ভিক দাম নিয়ে ডিলারশিপে প্রবেশ করেছে। শেভরোলেট বলেছে, কয়েক মাসের মধ্যে তার ব্লেজার ইভি বাজারে আসবে, যার দাম হতে পারে ৪৫ হাজার ডলার। একই বছর আরও কম দামি ইকুইনক্স ইভি বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। এ বছর বাজারে আসবে কিয়া’র ইভি ৯ বৈদ্যুতিক এসইউভি। ইভি ৬-এর পথ অনুসরণ করলে এটির দামও বেশ সাশ্রয়ী হওয়ার কথা। জিপ ব্র্যান্ডের প্রথম শতভাগ বিদ্যুৎচালিত এসইউভি জিপ অ্যাভেঞ্জারও বাজারে আসছে এ বছর। স্টার্টআপগুলোর ভেতর আলোচনায় থাকবে ভিনফাস্ট। ভিয়েতনামিজ প্রতিষ্ঠানটি ভিএফ ৮ মডেল দিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে পা রাখবে। ছোট আকৃতির এই এসইউভি’র দাম হতে পারে ৪০ হাজার ৭০০ মার্কিন ডলার (অবশ্য ব্যাটারির ক্ষেত্রে একটি মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে) এর সঙ্গে যোগ হতে চলেছে ওপেল অ্যাস্ট্রা ইলেক্ট্রিক এবং পিউগট ই-৩০৮ এসডব্লিউর মতো কিছু স্পোর্টি স্টেশন ওয়াগনও। উভয় গাড়িতে ব্যবহৃত ব্যাটারির আকার সচরাচর আমেরিকান বৈদ্যুতিক গাড়িগুলোর ব্যাটারির তুলনায় অনেক ছোট। তবে গাড়ি দুটি রোড ট্রিপের জন্য উপযোগী হওয়ায় জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালে বাজারে আসবে বেশ কিছু বিলাসবহুল এবং দামি এসইউভি’ও। যেমন- জিএমসি’র হামার ইভি। এটির দাম হতে পারে ছয় অংকের আশপাশে। তালিকায় রয়েছে লেক্সাসের প্রথম বৈদ্যুতিক গাড়ি আরজেড, হুন্দাইয়ের জিভি৭০ মডেলের একটি বৈদ্যুতিক সংস্করণ, থ্রি ও ফোর নামে পোলস্টারের দুটি ছোট ক্রসওভার ধরনের গাড়ি। মার্সিডিজের ইকিউই, ইকিউএস এবং ভলভোর একটি বড় বৈদ্যুতিক গাড়িও আলোড়ন ফেলতে পারে এ বছর। রিভিয়ান আর১এস এবং ক্যাডিলাকের ‘লিরিক’ এরই মধ্যে বাজারে থাকলেও ক্রেতাদের কাছে অতটা পরিচিতি পায়নি। ফলে ২০২৩ সালে এসব গাড়ি আরও বেশি সংখ্যায় রাস্তায় দেখা যেতে পারে। ট্রাক মডেলের মধ্যে জেনারেল মোটরসের সিলভারাডো বরাবরই জনপ্রিয়। প্রতি বছর এ মডেলের কয়েক লাখ গ্যাসচালিত গাড়ি বিক্রি হয়। নতুন বছরে সিলভারাডোর বৈদ্যুতিক সংস্করণও বাজারে আসতে চলেছে। ব্লুমবার্গ।



 

Show all comments
  • Harunur Rashid ৭ জানুয়ারি, ২০২৩, ১:৪৪ এএম says : 0
    20 years from now people will be talking how these electric cars causing radiation cancer. Good luck people.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ