Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্বালানিসম্পদের দাম কমানোর তাগিদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৮:৫৯ পিএম

গতকাল (বৃহস্পতিবার) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, কোনো কোনো ব্যবসায়ী ইউরোপে জ্বালানিসম্পদের সংকটকে কাজে লাগিয়ে লাভবান হবার চেষ্টা করছেন।

অথচ জ্বালানিসম্পদের দাম ব্যাপকভাবে বৃদ্ধির কারণে ফ্রান্সের অনেক ক্ষুদ্র প্রতিষ্ঠান বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে।

এর মধ্যে কোনো কোনো প্রতিষ্ঠানের জ্বালানিসম্পদ-ব্যয় ৫ থেকে ১০ গুণ বেড়েছে। এটি অস্বাভাবিক। এ অবস্থায় জ্বালানিসম্পদের দাম যুক্তসঙ্গত পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত আলোচনা করা।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান ব্যুরোর ৫ জানুয়ারি প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, জ্বালানিসস্পদ সংকটের নেতিবাচক প্রভাবে গত নভেম্বরে ইউরো অঞ্চলে জ্বালানিসম্পদের দাম গত বছরের একই সময়ের চেয়ে ৫৫.৭ শতাংশ বেশি ছিল। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ