Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পর্যটকবাহী স্পিডবোটে জলহস্তীর তাড়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

লেকে চলছিল স্পিডবোট। তাতে রয়েছেন বেশ কয়েকজন পর্যটক। পাশেই দেখা গেল একটি জলহস্তী। প্রথমে এটি একটু এগিয়ে এলো স্পিডবোটের দিকে। তখনই তা দেখতে পেলেন পর্যটকরা, দ্রুত দূরত্ব তৈরি করা শুরু করলেন প্রাণীটির সঙ্গে। তবে নাছোড়বান্দা বিশালাকৃতির জলহস্তী পর্যটকবাহী স্পিডবোটের পিছু ছাড়লই না । কিন্তু পেরে উঠল না বোটের গতির সঙ্গে। ফলে ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলল পর্যটকদের। ভয়ংকর এ ভিডিও টুইটারে পোস্ট করা হয়েছে ‘হিডেন টিপস’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। ক্যাপশনে লেখা, সঠিক সংখ্যা বলাটা যদিও কঠিন। তবে সিংহ, হাতি, চিতাবাঘ, মহিষ এবং গ-ারের আক্রমণে যে পরিমাণ মানুষ প্রতিবছর মারা যায়, তার চেয়ে বেশি মারা যায় জলহস্তীর আক্রমণে। তাই এর কাছে যাবেন না। সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, জলহস্তী বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক স্থলজ প্রাণী, যার আক্রমণে আফ্রিকায় প্রতিবছর আনুমানিক ৫০০ জনের মতো মানুষ মারা যায়। প্রাণীটি অতিমাত্রায় আগ্রাসি এবং এর রয়েছে তীক্ষ্ণ দাঁত। সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে জলহস্তীদের আবাস। তারা এমন জায়গায় বসবাস করে, যেখানে বেশি পানি থাকে। উভচর প্রাণী হিসেবে বিবেচিত জলহস্তী দিনে ১৬ ঘণ্টারও বেশি সময় পানিতে কাটাতে পারে। এনডিটিভি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ