Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওমানে জয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৭:৪১ পিএম | আপডেট : ৮:২০ পিএম, ৬ জানুয়ারি, ২০২৩

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) আয়োজিত জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্ট সহজ জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় দল। শুক্রবার ওমানের রাজধানী মাসকটে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে লাল-সবুজের যুব দল। ‘বি’ গ্রুপে নিজেরে প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে উড়িয়ে দেয় হংকং চায়নাকে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের ২ মিনিটে মোহাম্মদ আলীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। এর ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হাসান মোহাম্মদ (২-০)।

ম্যাচের ২১ মিনিটে আমিরুল ইসলাম গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা। বিরতির পর আরেকটি গোল পায় বাংলাদেশ। ম্যাচের ৫৭ মিনিটে মোহাম্মদ আলী নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোলটি করেন (৪-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে কোচ মামুন-উর রহমানের দল। ম্যাচ সেরার পুরস্কার পান হাসান মোহাম্মদ।  শনিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ