Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পোড়ামাটিনীতি অবলম্বন করছে: যুবদল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৭:২৮ পিএম

জনগণের যৌক্তিক আন্দোলনের মুখে পলায়নপর দিশেহারা সরকার, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে এখন পোড়ামাটিনীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী যুবদল।
শুক্রবার (০৬ জানুয়ারি) নয়া পল্টনে এক বিক্ষোভ সমাবেশে একথা বলা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসাবিদ ডা. জোবায়দা রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বানোয়াট মিথ্যা মামলায়, ফরমায়েশী আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি ও সম্পদ জব্দের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্ন, দপ্তরের দায়িত্বে সহসভাপতি কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর আহবায়ক গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম। মিছিল উত্তর বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শফিকুল ইসলাম মিল্টন।

সভাপতির বক্তব্যে মামুন হাসান বলেন আমরা বর্তমান স্বৈরশাসকের কাছে তারেক রহমানের মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা কিংম্বা সম্পদ জব্দের আদেশ প্রত্যাহার চাইনা, আমরা আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন সহ নেতাকমীদের মুক্তি দাবি করছিনা। দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে যে গণতন্ত্র উত্তরণের আন্দোলন চলছে, সেই আনোলনের সারথীরাই অবৈধ সরকারের বন্দিশালা ভেঙ্গে অচিরেই সবাইকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ ।

যুবদল সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না বলেন, জনগণের যৌক্তিক আন্দোলনের মুখে পলায়নপর দিশেহারা এ সরকার, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে এখন পোড়ামাটিনীতি অবলম্বন করছে, তারা নির্বিচারে খালেদা জিয়া, তারেক রহমানকে প্রধান টার্গেট করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর যুলুম নির্যাতন চালাচ্ছে। তাদের পেটোয়া বাহিনী দিয়ে খুন, গুম করছে কয়েক লাখ মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে ভরছে, কিন্তু কোন কিছুতেই তারা জনজোয়ার রুখতে পারছেনা। অচিরেই তাদের অবৈধ প্রতিরোধ বালুর বাধেরমত ভেসে যাবে ইসশাআল্লাহ। যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিক মিছিল সমাবেশে স্বতস্ফুর্ত যুবদল নেতাকর্মীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ