Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কে জানে আমি সত্যিই তোমার বাবা কিনা’, হ্যারিকে বলেছিলেন চার্লস!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১:৩০ পিএম

রাজকুমার হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ এখনও মুক্তি পায়নি ব্রিটেনে। কিন্তু বৃহস্পতিবারই তা প্রকাশ পেয়ে গিয়েছে স্পেনে। সেই থেকে এই বই নিয়ে চর্চা চলছেই। এর আগে হ্যারিকে দাবি করতে দেখা গিয়েছিল কলার চেপে ধরে তাকে নাকি মাটিতে ফেলে দিয়েছিলেন উইলিয়াম। এবার সামনে এল তার বাবা কিং চার্লসের এক ‘বদ রসিকতা’। তিনি নাকি রাজকুমারকে ঠাট্টা করে বলেছিলেন, ‘কে বলতে পারে আমি তোমার সত্যিকারের বাবা কিনা।’

কিন্তু কেন এমন উদ্ভট রসিকতা করেছিলেন চার্লস? হ্যারির দাবি, সেই সময় একটা গুঞ্জন ক্রমেই বাড়ছিল যে তিনি নাকি লেডি ডায়না ও মেজর হিউইটের সন্তান! এমন গুজব রটছিল বলেই মেজাজ হারিয়েছিলেন চার্লস। রসিকতার সুরে বলেছিলেন, ‘কে জানে আমি আদৌ তোমার বাবা কিনা? প্রিয় পুত্র, হয়তো তোমার বাবা ব্রডমুকে রয়েছে।’ এমন রসিকতাকে ‘বদ রসিকতা’ বলেই ব্যক্ত করেছেন তিনি।

এদিকে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের সূত্রে জানা গিয়েছে, বড় ভাই উইলিয়ামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন হ্যারি। তিনি বলেন, “রান্নাঘরে আমরা দুই ভাই কথা বলছিলাম। সেই সময়েই আমার স্ত্রী মেগানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে উইলিয়াম। তারপরেই কলার ধরে মাটিতে ফেলে দেয়। কুকুরের খাবার বাটির উপরে পড়ে যাই। বাটিটা ভেঙে আমার পিঠে ক্ষত হয়। হতচকিত হয়ে কিছুক্ষণ মাটিতে পড়েছিলাম। তারপর উঠে দাঁড়িয়ে উইলিয়ামকে চলে যেতে বলি।”

গার্ডিয়ান সূত্রে আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, একটি ফ্যান্সি ড্রেস অনুষ্ঠানে হ্যারিকে নাজিদের পোশাক পরতে বলেছিলেন উইলিয়াম ও কেট। এবার সামনে এল চার্লসের প্রসঙ্গও। বই প্রকাশের আগেই এত তথ্য কী করে ফাঁস হয়ে গেল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রকাশক সংস্থা পেঙ্গুইনের বিরুদ্ধে তদন্তও শুরু হবে। সূত্র: ডেইলি মেইল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ