বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : আজ (শুক্রবার) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে নামছেন, ৩৭ হাজার ৭৭৮ জন প্রার্থী । ২০টি বিভাগে ৮৮০ আসনের বিপরীতে গড়ে ৪৩ জন প্রার্থী লড়াই করবেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনেক পরে অনুষ্ঠিত হয়। ফলে এই বিশ্ববিদ্যালয়ের উপর ভর্তিচ্ছুদের চাপ পড়ে বেশি। পাবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি সমাজ কর্ম বিভাগের চেয়ারম্যান, আওয়াল কবীর জয় ও সহকারী পরিচালক (জনসংযোগ বিভাগ) জানান, সুষ্ঠুভাবে প্রতি বছরের মত এবারও সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সি ইউনিটের, বি ইউনিটের পরীক্ষা হবে বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত। আর এ-১, ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এবং এ-২ ইউনিটের পরীক্ষা হবে বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এদিকে, ভর্তিচ্ছুরা জানান, এ-১ ও এ-২ ইউনিটের পরীক্ষা একই সময়ে হওয়ায় এই দুই ইউনিটে পরীক্ষা দেয়ার ইচ্ছা থাকলেও একজন পরীক্ষার্থী যে কোনো একটি ইউনিটে পরীক্ষা দিতে পারছেন। আগামী দিনে কর্তৃপক্ষকে এ বিষয়টি ভেবে দেখতে তারা অনুরোধ করেছেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে সিট প্ল্যান জানা যাবে। পাবিপ্রবির ওয়েব : িি.িঢ়ঁংঃ.ধপ.নফ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।