Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাদেশের অসামান্য অগ্রগতিতে ফরাসী রাষ্ট্রদূতের প্রশংসা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১০:১২ পিএম

নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসডুপুই আজ বাংলাদেশের অবিচল এবং অসামান্য উন্নয়নের প্রশংসা করে বলেছেন এই উন্নয়ন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যকে সমর্থন করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে তারা বিমান চলাচল, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিবেশ বান্ধব জ্বালানি, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন।
মোমেন ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন এবং আঁন্দ্রে, মালরাঁর মতো ফরাসি বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ